দীপাবলি পালন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। প্রদীপের আলোয় মুছে যাক সমস্ত অন্ধকার। দীপ্তিময় হয়ে উঠুক সকলের জীবন। মুছে যাক সমস্ত দুঃখ- কষ্ট। গোটা ভারত বাসি আনন্দে মেতে উঠেছে। তবে শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশে মহা ধুমধামে পালিত হচ্ছে দীপাবলি উৎসব।
এদিন দীপাবলি পালন করতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। টুইটারে সেই ছবি পোস্ট করেছে মার্কিন প্রেসিডেন্টের অফিস। পোষ্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘দীপাবলির আলো আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার থেকে জ্ঞান, প্রজ্ঞা এবং সত্য রয়েছে। বিভক্তি থেকে, ঐক্য। হতাশা থেকে, আশা। আমেরিকা এবং সারা বিশ্বের হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধদের দীপাবলি শুভেচ্ছা জানাই।’
May the light of Diwali remind us that from darkness there is knowledge, wisdom, and truth. From division, unity. From despair, hope.
To Hindus, Sikhs, Jains, and Buddhists celebrating in America and around the world — from the People’s House to yours, happy Diwali. pic.twitter.com/1ubBePGB4f
— President Biden (@POTUS) November 4, 2021
উল্লেখ্য, আমেরিকাতে দীপাবলিতে সরকারি ছুটি ঘোষণার দাবিতে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বিল পেশ করেছেন কংগ্রেসের অন্যতম সদস্য ক্যারোলিন বি ম্যালোনি। ওই বিলে দীপাবলিতে আমেরিকায় ফেডারাল হলিডে ঘোষণার কথা বলা হয়েছে। বিলটিতে সমর্থন জানিয়েছেন কংগ্রেসের আরও অনেক সদস্য। রাজা কৃষ্ণমূর্তি এবং অন্যান্য ভারতীয় বংশোদ্ভুত সদস্যরাও সেই দলে রয়েছেন।