Sunday, May 12, 2024
দেশ

ত্রিপুরায় ২০টি পুরসভার ৭টিতে বিনা প্রতিদ্বন্দিতায় জিতলো বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিরাট জয়ের পরে তৃণমূলের টার্গেট এবার দিল্লি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাপিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় সংগঠনও বাড়িয়েছে ঘাসফুল শিবির। কিন্তু সংগঠন বাড়ালেই তো শক্তি পরীক্ষা হবে না। শক্তি পরীক্ষা হবে নির্বাচনী ফলাফল। আসন্ন ত্রিপুরা পুরভোটে (Tripura Municipality Poll) অর্ধেক আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। প্রবল প্রার্থী সংকটে কংগ্রেস এবং বামও।

আগামী ২৫ নভেম্বর ত্রিপুরার ২০টি পুরসভার মোট ৩৩৪টি ওয়ার্ডে নির্বাচন। বুধবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ওয়ার্ডের এক-তৃতীয়াংশ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে বিজেপি। ৭ টি পুরসভা তাদের দখলে। ওই ৭টির মধ্যে ৫টি পুর পরিষদ এবং দু’টি নগর পঞ্চায়েত রয়েছে।

এদিকে বিরোধীদের অভিযোগ ভয় দেখিয়েই এই আসনগুলি দখল করে নিয়েছে গেরুয়া শিবির। ভয় দেখিয়ে, সন্ত্রাস ছড়িয়ে, হুমকি দিয়ে এই আসনগুলি থেকে বিরোধীদের মনোনয়নপত্র ফিরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। তবে এবার এই প্রথম নয় এর আগে ২০১৯ সালের জুলাই মাসে ত্রিপুরার পঞ্চায়েত ভোটে ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগরতলা-সহ ২০টি পুরসভার মোট ৩৩৪টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি। বামফ্রন্ট মনোনয়ন জমা দিয়েছে ২২৭টি আসনে। এর মধ্যে সিপিএমের প্রার্থী রয়েছে ২১৪ জন। এদিকে, ১২৫টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল। এর মধ্যে আগরতলার ৫১টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে তৃণমূল। আগরতলায় তৃণমূলের মোট প্রার্থীর ২৫ জনই মহিলা।