Sunday, May 19, 2024
Latestদেশ

নোটবন্দির সিদ্ধান্ত সঠিক ছিল, জানালো সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছরের শুরুতেই সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে বিজেপি। ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিল করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এরপরেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিলের করা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল।

সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছে। পাঁচজন হলেন বিচারপতি আবদুল নজিব, বিচারপতি বিআর গবাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি বি রামাসুব্রাহ্মণ্যম এবং বিচারপতি বিবি নাগরত্না। শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ‘নোট বাতিলের আগে কেন্দ্র ও আরবিআই (RBI)-র মধ্যে আলোচনা হয়েছিল। এই ধরনের ব্যবস্থা আনার জন্য একটি যুক্তিসঙ্গত সম্পর্ক ছিল এবং আমরা মনে করি যে নোটবন্দি সমানুপাতিকতার মতবাদের দ্বারা প্রভাবিত হয়নি।’

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়েছিল। শীর্ষ আদালতে ৫৮ টি পিটিশন জমা পড়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল, নোটবন্দীকরণের উদ্দেশ্য ছিল কালো টাকা এবং জাল মুদ্রা রোধ করা। যদিও বিরোধীরা কেন্দ্রের এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করে।