Sunday, May 5, 2024
রাজ্য​

কলকাতা হাইকোর্টের রায় খারিজ, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে: সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা রায়ে জানিয়েছিল, পশ্চিমবঙ্গে কালীপুজো এবং দীপাবলিতে বাজি পড়ানো যাবে না। পরিবেশবান্ধব বাজি হলেও নয়। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই রায় খারিজ করে দিল। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কালীপুজোয় পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। তবে বেরিয়াম সমৃদ্ধ বাজি নিষিদ্ধ।

উল্লেখ্য, অতিমারি করোনা এবং পরিবেশের দূষণ প্রতিরোধে বাজি নিষিদ্ধের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী রোশনি আলি। ওই সমাজকর্মীর দায়ের করা মামলার রায়ে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে বাজি পোড়ানো এবং বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করেন।

কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাজি ব্যবসায়ীরা। সোমবার তাদের করা আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, দীপাবলি, কালীপুজো এবং উৎসবের মরশুমে পরিবেশবান্ধব আতশবাজি জ্বালানো যাবে।

তবে কোনটি পরিবেশ বান্ধব আর কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর সেটা চিনবেন কিভাবে? সুপ্রিম কোর্টের মান্যতাপ্রাপ্ত ১০টি পরিবেশবান্ধব বাজির তালিকা দিয়েছে সারা বাংলা আতসবাজি বাঁচাও কমিটি। তালিকায় রয়েছে ঝর্না তুবড়ি, মালা হাউই, জেনারেটর তুবড়ি, ড্রোন হাউই, গ্রিন ফ্লাওয়ার টর্চ, গ্রিন ফ্লাওয়ার টপ, গ্রিন স্পার্কলার, গ্রিন সার্কেল, গ্রিন শটস, গ্রিন লাইটার।

এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণায় নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ায় দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে, অনেকেই পরিবেশের সুরক্ষার কথা বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।