Saturday, May 18, 2024
দেশ

নির্যাতন রুখতে পশু-পাখির আইনি পরিচয়ের আর্জি খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বর্তমানে পশু নির্যাতনের অপরাধ প্রমাণিত হলে দোষীকে মাত্র ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত জরিমানা হয়, যা অপরাধ বন্ধে কোনও বাধাই হতে পারে না। তাই পশু প্রেমীদের দীর্ঘদিনের দাবি, পশু নির্যাতন বিরোধী আইনকে আরও কঠোর করা হোক। এবার আইনে পশু-পাখিদের ব্যক্তি বিশেষ হিসেবে গণ্য করা যায় কিনা, তা নির্ধারণ করতে বুধবার উদ্যোগী হল সুপ্রিম কোর্ট। পশু নির্যাতন বিরোধী একটি এনজিও-র করা জনস্বার্থ মামলার ভিত্তিতে এই বিষয়টি খতিয়ে দেখছে শীর্ষ আদালত।

পশু নির্যাতন বিরোধী ওই এনজিও-র সম্পাদক দেবেশ সাক্সেনা (Devesh Saxena) জানান, পশু-পাখিকে প্রাণী নয়, সব সময় সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। পশু-পাখিকে বেঁচে থাকার অধিকার ন্যাস্ত করার উদ্দেশে তাদের আইনি পরিচিতি প্রয়োজন। দেবেশ সাক্সেনা বলেন, পশু নির্যাতন বন্ধ করতে ১৯৬০ সালের পশু নির্যাতন দমন আইন মেনে এই ব্যবস্থা চালু করা জরুরি। বর্তমানে পশু নির্যাতনের অপরাধে দোষীর মাত্র ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত জরিমানা হয়, যা যথার্থ হয় অপরাধ প্রবনতা কমানোর জন্য।

বুধবার প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের (Sharad A. Bobde) নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্টের বেঞ্চ আবেদনকারী সংস্থার সম্পাদক সাক্সেনার কাছে জানতে চান, আপনি কি বলতে চাইছেন, আপনার কুকুর আর আপনি নিজে সমগোত্রীয়? তাদের আইনি পরিচয় দিলে তাদেরও মামলা লড়ার অধিকার থাকবে, এমনই চাইছেন?

জবাবে সাক্সেনা বলেন, পশু-পাখিদেরও মন রয়েছে। তারাও অনুভূতি সম্পন্ন প্রাণী। ২০১৯ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং ২০১৮ সালে উত্তরাখণ্ড হাইকোর্ট তাদের আইনি পরিচয় স্বীকার করেছে।

এরপর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানি শেষে শীর্ষস্থানীয় আইনজীবী হরিশ সালভে বেঞ্চকে জানান, সংবিধানের ২১ নম্বর ধারায় পশু-পাখিদের আইনি পরিচয়ের বিষটিকে মান্যতা দেওয়া যায়। আইনের নির্দেশ অনুযায়ী বেঁচে থাকার অধিকার তাদেরও প্রাপ্য। হরিশ সালভের কথা শুনে বেঞ্চ জানিয়েছে, আপনাকে আদালতের বন্ধু হিসেবে নিয়োগ করা হবে।

পাশাপাশি, পশু নির্যাতন বিরোধী ওই এনজিও-র সম্পাদক দেবেশ সাক্সেনা সম্প্রতি ঘটে যাওয়া কিছু পশু নির্যাতনের ঘটনা আদালতের সামনে তুলে ধরে। এর মধ্যে রয়েছে- গত মে মাসে কেরালায় গর্ভবতী হস্তিনীর মুখে পটকা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা, গত জুলাই মাসে উত্তরপ্রদেশে গো হত্যা এবং নাগাল্যান্ডে খাদ্য হিসেবে কুকুর পাচারের মতো ঘটনা।