Sunday, May 19, 2024
দেশ

গর্ভবতী হাতি খুনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হবে: কেরলের মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম: কেরলে গর্ভবতী খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদ জানিয়েছেন সকলেই। সারা দেশেই নিন্দার ঝড় উঠেছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন সবাই। ঠিক কতটা অমানবিক ও নৃশংস হলে একটা অসহায়, অবলা অন্তঃসত্ত্বা হাতিকে আনারসের মধ্যে বাজি ভরে মেরে ফেলা যায়– প্রশ্ন তুলেছেন সকলে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, এই নৃশংস ঘটনার সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এরই মধ্যে পুলিশ ও বন দফতর একসঙ্গে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই ধরা পড়বে অপরাধীরা– এমনই আশ্বাস দেন তিনি। বন দফতরের কর্মীরা সন্দেহ করছেন এপ্রিল মাস নাগাদ আরও একটি হাতিকে একইভাবে খুন করা হয়েছিল।


সোশ্যাল মিডিয়ায় গর্ভবতী হাতি খুনের ঘটনার বিবরণ দিয়েছেন ফরেস্ট অফিসার মোহন কৃষ্ণণ। কেরলের মালাপ্পুরম জেলার একটি গ্রামে খাবারের খোঁজে ঢুকে পড়ে এক গর্ভবতী হাতি। তখনই বাজি এবং বারুদে ঠাসা আনারস খেতে দেওয়া হয় হাতিটিকে। মুখের ভিতরে গিয়ে ফাঁটে, যার ফলে গর্ভের সন্তান-সহ মৃত্যু হয় ওই হাতিটির। গ্রামেরই কয়েকজন বাসিন্দা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

হাতিটি মুখ, জিভ পুড়ে যায়। যন্ত্রণা কমানোর আশায় ছটফট করতে করতে হাতিটি নদীতে গিয়ে মুখ ডুবিয়ে রাখে। কিন্তু শেষ রক্ষা হয়নি। নদীতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মৃত্যু হয় তার। মানুষ যে কতটা হিংস্র হতে পারে, এই ঘটনার থেকে বড় উদাহরণ আর কি হতে পারে।