Saturday, April 27, 2024
দেশ

তিলক পরা গ্রাহকদের পরিষেবা দিলেন না স্টোর ম্যানেজার, বিতর্ক তুঙ্গে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের কারজাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তিলক পরার কারণে গ্রাহকদের পরিষেবা দিতে অস্বীকৃতি জানায় স্টোর ম্যানেজার। কিন্তু কেন তিনি এমনটা করলেন? কারণ দর্শাতে ব্যর্থ হন ওই স্টোর ম্যানেজার।

রামনবমীর দিন একজন হিন্দু গ্রাহককে তাঁর কপালের তিলক মুছতে বাধ্য করেন ডি-মার্টের ওই কর্মচারী। এই ঘটনাটি সম্পর্কে জানার পরপরই, কিছু স্থানীয় লোক ডি-মার্টে গিয়ে স্টাফ হেডকে সতর্ক করে যে এই কাজটি করেছে।

ভাইরাল হওয়া ভিডিওটি মারাঠি ভাষায়। যেখানে অনেকেই মলের কর্মচারীকে প্রশ্ন করছেন কেন তিনি এমন করলেন? যদিও ওই মলের কর্মচারীরা কোনও সদর্থক জবাব দিতে পারেননি।


কর্মচারী উত্তর দিতে পারেনি যখন তারা জিজ্ঞাসা করেছিল কেন সে এমন করেছে, এবং তার কাছ থেকে কোন উত্তর নেই। একজন মুসলিম গ্রাহককে তো তার মাথার টুপি খুলতে বলা হয় না। তাহলে তিলক পরাতে অসুবিধা কেন? জিজ্ঞেস করলে তিনি চুপ হয়ে যান। বেশ কিছু প্রশ্নের পর তিনি তোতলালেন। লোকেরা তাকে সতর্ক করে দিয়েছিল যে যদি এটি পুনরাবৃত্তি হয় তবে তারা পুলিশে অভিযোগ দায়ের করবে।


এই ঘটনার পরে অনেকেই টুইটারে #BoycottDMart এর ডাক দেয়। অভিযুক্ত ওই কর্মীদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

তথ্যসূত্র: OP India