সাধারণ মানুষের উপর এয়ারস্ট্রাইক মায়ানমারের সামরিক জুন্টা সরকারের, নিহত ১০০

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সামরিক সরকার বিরোধী আন্দোলন রুখতে জনগণের উপর বিমান হামলা (Air Strike) চালালো মায়ানমারের (Myanmar) সামরিক জুন্টা (Junta) সরকার। এতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বহু শিশু এবং মহিলা রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে সাগাইং এলাকায় শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন। পিপলস ডিফেন্স ফোর্সের স্থানীয় দফতর উদ্বোধনের জন্য জমায়েত হয়েছিলেন তারা। সেখানেই তাদের উপর সকাল ৮টা নাগাদ আকাশ থেকে বোমাবর্ষণ করা হয়। নিহতদের মধ্যে ২০ থেকে ৩০ জন শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলারাও ছিলেন।

আং সাং-সুচির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকেই এই ধরনের বেশ কিছু এয়ারস্ট্রাইক চালিয়েছে জুন্টা সরকার। এখনও পর্যন্ত প্রায় ৩০০০ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। – ANI