Friday, April 19, 2024
আন্তর্জাতিক

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আরও বেশি বেশি সাহায্য করুক ভারত, মোদীর কাছে আবেদন জেলেনস্কির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ ৪১৩ দিন (১২ এপ্রিল, ২০২৩)। এখনও অব্যাহত যুদ্ধ। যুদ্ধে উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে ফের যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই আবেদন জানিয়েছেন জেলেনস্কি। ভারতের কাছে সাহায়্যের আবেদন জানিয়ে জেলেনস্কি লিখেছেন, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আরও বেশি বেশি করে ওষুধ, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠাক ভারত।

জেলেনস্কি জানান, আমরা আশা করছি দিল্লি মানবিক হয়ে আরও বেশি বেশি করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াক।