Friday, March 29, 2024
দেশ

করোনা পরিস্থিতিতেও রাজনীতি করছে কেন্দ্র, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিযোগ মমতার

কলকাতা: মারণ করোনাভাইরাস নিয়েও রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এটা রাজনীতি করার সময় নয়। কেউ আমাদের মতামত জানতে চাইছে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলুন।

সোমবার বিকেল ৩ টা থেকে শুরু হয় এই বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও। মমতা বলেন, ভাইরাস মোকাবিলায় আমরা আমাদের সেরাটা করছি। সঙ্কটের এই সময় কেন্দ্রীয় সরকারের রাজনীতি করা উচিত নয়। আমাদের চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত। ফলে আমাদের বিপদ অনেক বেশি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সমস্ত সংবাদমাধ্যেম রাজ্য সরকারের বিরোধিতা করে খবর প্রকাশিত হচ্ছে। আমরা যখন আপনাদের সহযোগিতা করছি তাহলে বাংলাকে সর্বদা এত আক্রমণ কেন? সবসময় কেন  বেঙ্গল, বেঙ্গল, বেঙ্গল? কেন এত সমালোচনা? এতে আমি অত্যন্ত ক্ষুব্ধ। সব রাজ্যকে সমান গুরুত্ব দিন।

এদিন মুখ্যমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা লড়াইয়ে বিশ্ব এটা মেনে নিয়েছে যে করোনা মোকাবিলায় আমরা সফলভাবে লড়াই চালিয়েছি। এই লড়াইয়ে দেশের সকল রাজ্যের সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁরা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত এবং এই বিপদ ঠেকাতে যথাযথ দায়িত্ব পালন করেছে।