নিন্দুকদের মুখে ছাই দিয়ে বিপুল অর্থ আয় করছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’
সুরাট: ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩ তম জন্মদিবসে বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উচ্চতায় প্রায় ৬০০ ফুট বা ১৮২ মিটার। যা চিনের স্প্রিং টেম্পলের বুদ্ধ মূর্তির চেয়েও ২৩ মিটার উঁচু। মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টি থেকেও। স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৩ মিটার।
প্রকল্পের জন্য খরচ হয়েছে ২ হাজার ৯৮৯ কোটি টাকা। যা ঘিরে তীব্র বিতর্ক হয়েছিল গোটা দেশ জুড়ে। মূর্তি তৈরিতে যা খরচ হয়েছে সেই খরচে শিল্প, হাসপাতাল বা অন্যান্য অনেক কিছু করা যেত। কিন্তু তা না করে কেবল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মূর্তি নির্মাণের নিন্দা করেছিলেন অনেকে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে বিপুল আয় করতে শুরু করল স্ট্যাচু অফ ইউনিটি।
Statue of Unity becomes a major tourist attractionhttps://t.co/yqqK5CpQSV
via NaMo App pic.twitter.com/bXunexSmyo
— narendramodi_in (@narendramodi_in) 11 November 2018
স্ট্যাচু অফ ইউনিটি পরিচালন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১১ দিনে প্রায় ১ লাখ ২৮ হাজার পর্যটক এসেছেন বিশ্বের সবথেকে বড় মূর্তি দেখতে। শনিবারেই শুধু ২৭ হাজার পর্যটক এসেছিলেন। পর্যটকদের মধ্যে অনেকেই পড়শি রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বাসিন্দা। গাড়ির পার্কিং লট ছিল কানায় কানায় পূর্ণ।
Just a week after the inauguration of #StatueOfUnity, people are coming in huge number to see the World’s tallest statue of Sardar Patel Sahab. pic.twitter.com/VvIJfon5wt
— BJP (@BJP4India) 8 November 2018
তবে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে এসে অনেক পর্যটক হতাশ হয়েছেন। সুবিশাল এই মূর্তির ভিতরেও রয়েছে নানাবিধ দর্শনীয় বিষয়। ১৮২ মিটার মূর্তির ১৫৩ মিটারের মাথায় রয়েছে একটি বিশেষ অব্জারভেশন ডেক। যা ওই পর্যটনস্থলের সবথেকে আকর্ষণীয় বিষয়। যার টিকিট সংখ্যা সীমিত। গত বৃহস্পতি, শুক্র ও শনিবারে ওই টিকিট শেষ হয়ে যায় সকাল ৯টার মধ্যেই।
প্রসঙ্গত, স্ট্যাচু অফ ইউনিটির টিকিট মিলছে www.soutickets.in-এ। স্ট্যাচু কমপ্লেক্সে প্রবেশমূল্য ধার্য করা হয়েছে জনপ্রতি ৩৫০ টাকা। ৩ বছর পর্যন্ত শিশুদের কোনও টাকা লাগবে না।