Sunday, February 9, 2025
খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় ভারতের

চেন্নাই: শেষ বলে জিতল ভারত। ছয় উইকেটে জিতল টিম ইন্ডিয়া। উইন্ডিজ়কে হোয়াইট ওয়াশ করে সিরিজ ৩-০ করল টিম ইন্ডিয়া। এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে করে ১৮১ রান। ভারত জবাবে ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ১৮২ রান।

চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদবের শূন্যতার সুযোগে শুরু থেকে মারকুটে ছিল উইন্ডিজ। প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫১ রান করে তাদের দুই ওপেনার শাই হোপ ও শিমরন হেটমায়ার। এরপর হোপ ২৪ ও হেটমায়ার ২৬ রানে আউট করেন যুজবেন্দ্র চাহাল।

১৩তম ওভারের পঞ্চম বলে দিনেশ রামদিন (১৫) বিদায় নিলে ঝড় তোলেন নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো। শেষ ৭.১ ওভারে তারা ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২৫ বলে চারটি করে চার ও ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন পুরান। দুটি করে চার ও ছয়ে ৩৭ বলে ৪৩ রানে খেলছিলেন ব্রাভো।

চেন্নাইয়ে এদিন ম্যাচ নিয়মরক্ষার ম্যাচের শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন কে এল রাহুলও। একটু হলেও তখন চাপে পড়ে যায় ভারত। কিন্ত, এরপরই ম্যাচের হাল ধরেন শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ। ৬২ বলে ৯২ করেন ধাওয়ান। অন্যদিকে ঋষভ করেন ৩৮ বলে ৫৮ রান।