Thursday, May 16, 2024
দেশ

ফের এলাহাবাদে আম্বেদকরের মূর্তি ভাঙচুর

লখনউ, ৩১ মার্চ : দেশজুড়ে বিশিষ্টদের মূর্তিতে কালি ছেটানো ও ভাঙচুরের ঘটনা অব্যাহত। এবার ভাঙা হল আম্বেদকরের মূর্তি।উত্তর প্রদেশের এলাহাবাদ শহরের একটি পার্কে ভিমরাও রামজি আম্বেদকরের মূর্তির মাথা কেটে দিয়েছে কে বা কারা। আজ সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

এলাহবাদের সিনিয়র পুলিশ সুপার(এসএসপি) আকাশ কুলাহারি জানিয়েছেন, ঘটনায় জড়িত অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। এছাড়া বিষয়টি নিয়ে আমরা খুব সাবধানে সমাধান করার চেষ্টা চালাচ্ছি। তিনি আরও বলেন, এনিয়ে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনাস্থানে এখন কোনও অশান্তি নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, মার্চের গোড়াতেই ভিমরাও রামজি আম্বেদকরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের মিরাটে। মিরাটের মাওয়ানে আম্বেদকরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেয় একদল উন্মত্ত জনতা। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন দলিতরা। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে আম্বেদকরের পুরো নাম সরকারিভাবে ব্যবহারের নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার। রাজ্যে যাবতীয় নথিপত্রে হিন্দিতে ডা. বি আর আম্বেদকরের পরিবর্তে তাঁর পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর লেখার নির্দেশ দেওয়া হয়।