Sunday, May 19, 2024
দেশ

মদের অনলাইন বিক্রি ও হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারে রাজ্য: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: লকডাউনের মধ্যে মদ বিক্রি বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তবে সে প্রস্তাবে সায় দিল না দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজ্য সরকার লকডাউনের মধ্যে ভিড় এড়াতে মদের অনলাইন বিক্রি ও হোম ডেলিভারি চালু করতে পারে।

গত সোমবার থেকে তৃতীয় দফার লকডাউন কার্যকর হয়েছে। করোনা আবহেও মদের দোকানের সামনে সামাজিক দূরত্ব না মেনে দীর্ঘ লাইন উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই দোকানের বাইরে দীর্ঘ লাইন ভিড়। এই পরিস্থিতি এড়াতে হোম ডেলিভারি ও অনলাইন বিক্রির মোড়কে রাজ্যগুলোকে পরোক্ষে মদ বিক্রির পরামর্শ দিল শীর্ষ আদালত।

শুক্রবার লকডাউনের মধ্যে মদ বিক্রি বন্ধের আবেদনে করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। এই মামলায় আবেদন করা হয়েছিল, লকডাউন চলাকালীন মদের প্রত্যক্ষ বিক্রিতে নিষেধাজ্ঞা চাপাক আদালত। অর্থাৎ দোকানের সামনে লাইন দিয়ে কেনা বন্ধ করা হোক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই জনস্বার্থ মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আমরা এই মামলায় কোনও রায় দেব না। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মদের পরোক্ষ বিক্রি বা হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারে রাজ্যগুলো। এই মামলায় তিন বিচারপতির বেঞ্চের সদস্যরা হলেন- বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কউল এবং বিচারপতি বিআর গাভাই।