‘টাকার বিনিময়ে গেট পাস বিক্রি’, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগে তীব্র উত্তেজনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৩৫ জন প্রার্থী। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা সওয়া ১২টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের একাংশের সঙ্গে আলোচনায় বসার কথা মুখ্যমন্ত্রীর।
তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে থেকেই উত্তেজনা ছড়ায় স্টেডিয়ামের বাইরের প্রাঙ্গণে। ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের মধ্যে প্রবল বচসা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। ‘গেট পাস’কে কেন্দ্র করেই মূলত বিবাদ।
‘যোগ্য বনাম অযোগ্য’: বিভাজনের আগুনে উত্তপ্ত পরিস্থিতি
চাকরিহারাদের একাংশের দাবি, যাঁরা আদালতের দৃষ্টিতে ‘অযোগ্য’ বলে চিহ্নিত, তাঁদের বৈঠকে ঢোকার অধিকার নেই, কারণ তাঁদের কোনও গেট পাস দেওয়া হয়নি। পাল্টা বক্তব্য তুলে ধরেছেন এক ‘চিহ্নিত অযোগ্য’ চাকরিপ্রার্থী— “সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আজ আমাকে নিজের যোগ্যতাও প্রমাণ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করে আমাদের ডেকেছেন, অথচ এখানে এসে জানতে পারছি, পাস ছাড়া ঢোকা যাবে না।”
আরও একজন ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীর বিস্ফোরক অভিযোগ, “যাঁরা পাস পেয়েছেন, তাঁদের অনেকেই অর্থের বিনিময়ে তা সংগ্রহ করেছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বঞ্চিত করা হয়েছে।”
প্রশাসনিক কড়া নজরদারি, মোতায়েন র্যাফ ও কাঁদানে গ্যাস
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি বাহিনী, রয়েছে র্যাফ ও কাঁদানে গ্যাস। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন।
বর্তমানে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রিত হলেও, ক্ষোভে ফুঁসছেন চাকরি হারানো বহু প্রার্থী। তাঁদের প্রশ্ন, আগে যদি এই নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় থাকত, তাহলে আজকের এই পরিণতি হত না।
রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে রাজ্যরাজনীতিতে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারারা কী অবস্থান নেন এবং মুখ্যমন্ত্রী কী আশ্বাস দেন, তা এখন রাজ্যজুড়ে চর্চার বিষয়।