Wednesday, April 23, 2025
Latestকলকাতা

চাকরিহারাদের শোকে আমরাও পাথর, রঙ দেখব না, আমাকে জেলে ভরলে ভরুক: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের দুর্নীতিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সুপ্রিম কোর্টের রায়ের জেরে ২৫ হাজারেরও বেশি চাকরি হারানো প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল আবেগ, প্রতিজ্ঞা এবং প্রতিবাদের সুর।

“শোকে আমরাও পাথর” — মুখ্যমন্ত্রীর আবেগঘন বার্তা

বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, “চাকরিহারাদের শোকে আমরাও পাথর হয়ে গেছি। আমি কোনও রং দেখি না— লাল, নীল, গেরুয়া নয়, শুধু আপনাদের দুঃখ দেখি।” সুপ্রিম কোর্টের রায়কে আঘাত হিসেবেই ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, “এই রায় আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে।”

“যোগ্যদের চাকরি যাতে না যায়, সেটা আমরা সবসময় চাই”

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, যাঁরা প্রকৃতভাবে যোগ্য, তাঁদের চাকরি যাতে রক্ষা করা যায়, তার জন্য রাজ্য সরকার সবরকম চেষ্টা করবে। তিনি জানান, “জেনেশুনে কারও চাকরি খাইনি। যারা চাকরি কেড়ে নেয়, তাদের ধিক্কার জানাই।”

রাজনীতির ঊর্ধ্বে থেকে সহানুভূতির আশ্বাস

এই প্রসঙ্গে মমতা বলেন, “আমি জেলে গেলে যাই, তবু সত্য বলব। ভুল বোঝানো হচ্ছে, যাত্রাপালার মতো নাটক করা হয়েছে। আমি ভয় পাই না— আই ডোন্ট কেয়ার।”