Wednesday, April 23, 2025
Latestকলকাতা

বৈঠক করতে নেতাজি ইন্ডোরে হাজির চাকরিহারারা, তুমুল অশান্তি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চাকরিহারাদের সঙ্গে আলোচনাসভা আয়োজনের আগেই উত্তাল হয়ে উঠল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রাঙ্গণ। মূল বিরোধের কেন্দ্রে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের মধ্যে বিভাজন এবং সেই অনুযায়ী বৈঠকে প্রবেশের অনুমতি সংক্রান্ত বিতর্ক।

চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, নবান্ন থেকে যে ‘গেট পাস’ দেওয়া হয়েছে, তাতে লেখা রয়েছে ‘আমরা যোগ্য’। অভিযোগ, মূলত আদালতে মামলা করা প্রার্থীদেরই এই পাস প্রদান করা হয়েছে এবং ওএমআর শিট যাচাই করেই নির্ধারিত হয়েছে কারা যোগ্য।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বৈঠকে ডাকার কথা ঘোষণা করেন। কিন্তু পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, এই বৈঠকে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই অংশ নিতে পারবেন। ‘চিহ্নিত অযোগ্যদের’ দেওয়া হবে না কোনও গেট পাস।

তবে সোমবার সকালে এই নির্দেশ উপেক্ষা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে হাজির হন একাংশ ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী নিজে বৈঠকে ডেকেছেন, সেখানে ‘পাস’ না থাকার অজুহাত চলে না। অভিযোগ উঠেছে, পাস নিয়ে দুর্নীতিও হয়েছে—যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে কিছু অযোগ্য প্রার্থী সেই পাস সংগ্রহ করেছেন।

চাকরিপ্রার্থীদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁদের ওএমআর শিট সঙ্গে নিয়ে এসেছেন, যা তাঁরা এসএসসি-র ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন বলে দাবি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, যাঁদের কাছে বৈধ ‘পাস’ রয়েছে, তাঁদের অন্য একটি গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে। যাঁদের কাছে পাস নেই, তাঁদের শান্তভাবে অপেক্ষা করতে বলা হয়েছে। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বৈঠকের উদ্দেশ্য ছিল প্রার্থীদের কথা শুনে সমস্যা সমাধানের পথ খোঁজা। কিন্তু বৈঠকের আগেই যোগ্যতা নিয়ে দ্বন্দ্ব এবং পাস বিতরণে স্বচ্ছতার অভাব নতুন করে বিতর্কের সৃষ্টি করল।