Monday, April 29, 2024
খেলা

মোদীর মন কি বাতের ভূয়সী প্রশংসা করলেন মহারাজ

কলকাতা: রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এদিনই বাড়ি ফিরেছেন তিনি। আপাতত কিছুদিন বাড়িতে বিশ্রামেই থাকবেন ‘দাদা’। বাড়ি ফিরেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন বিসিসিআই সভাপতি। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) নিজের মাসিক রেডিও প্রোগ্রাম মন কি বাতে (Mann Ki Baat) ভারতীয় দলের পারফরম্যান্সের কথা তুলে ধরেছিলেন। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মহারাজ। টুইটে মোদীকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআইও।

টুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখলেন, অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার পর ভারতীয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেন মোদী। ভারতীয় ক্রিকেট দলের কঠোর পরিশ্রম এবং টিমওয়ার্ক গোটা বিশ্বের কাছেই অনুপ্রেরণা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শনিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে নমো বলেন, এই মাসেই টিম ইন্ডিয়া  আমাদের ভালো খবর দিয়েছে। প্রাথমিক বিপত্তি কাটিয়ে গৌরবের সঙ্গে প্রত্যাবর্তন করেছে তাঁরা। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে। আমাদের দলের কঠোর পরিশ্রম এবং ঐক্য সকলকে অনুপ্রেরণা জোগাবে।

প্রধানমন্ত্রীর প্রশংসার পরে টুইটারে ধন্যবাদ জানায় বিসিসিআইও। টুইটে বিসিসিআই লেখে, আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ। তেরঙা উঁচুতে রাখার জন্য টিম ইন্ডিয়া আরও পরিশ্রম করবে।

ভারতীয় দল ৩২ বছরের অজি আধিপত্য চুরমার করে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। চোট আঘাতে জর্জরিত দ্বিতীয় সারির দল নিয়ে এই জয় হাসিল করে নেয় টিম ইন্ডিয়া। এর আগে শেষবার ১৯৮৮ সালে ভিভ রিচার্ডসের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৯ উইকেটে। ঐতিহাসিক এই সিরিজ জিতে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।