Monday, April 29, 2024
খেলা

হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: দাদার অনুগামীদের জন্য সুখবর। আজ, রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রবিবার সকাল দশ টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় সৌরভকে। তাঁর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। দুটি স্টেইন বসানোর পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন মহারাজ। শনিবার তাঁর সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। রবিবার সকালে ফের সৌরভকে পরীক্ষা করে তারপর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। আজই বাড়ি ফিরবেন দাদা।

আজ একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নেওয়ার কথা দাদার, তবে সেটা নির্ভর করবে তাঁর শারীরিক পরিস্থিতির উপর। বলে রাখি, গত বৃহস্পতিবার ডাক্তার দেবী শেঠীর তত্বাবধানে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভের বুকে বসানো হয়েছে আরও দুটি স্টেন্ট। অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানো ভালো ভাবে সফল হয়েছে। মহারাজের এখন সম্পূর্ণ সুস্থ বলে জানা গিয়েছে। গতকাল তাঁকে নিজের কেবিনে হাঁটাচলা করতেও দেখা যায়।

শনিবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ সৌরভকে ছুটি দিতে চেয়েছিলেন। তবে সৌরভের পরিবারের সঙ্গে আলোচনার পর রবিবার ছুটি নেওয়ার সিদ্ধান্ত হয়। হাসপাতালে বসেই বোর্ডের কাজ সামলেছেন সৌরভ। মহারাজের ব্যক্তিগত সচিব রোহিত পোদ্দার অ্যাপোলো হাসপাতালে প্রত্যেকদিনই উপস্থিত ছিলেন। সৌরভের সঙ্গে আলোচনা করে বোর্ড সংক্রান্ত যাবতীয় কাজ হাসপাতালে বসেই করেছেন রোহিত।

শুক্রবারের পর শনিবার রাতেও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট থেকে বাংলা ক্রিকেট নিয়ে আলোচনা হয় দুই বন্ধুর মধ্যে। সৌরভের সঙ্গে দিনভর ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও প্রায় প্রতিদিনই হাসপাতালে বেশিরভাগ সময়টা কাটিয়েছেন।জানা গিয়েছে, আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকবেন সৌরভ।

উল্লেখ্য, গত ২ জানুযারি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন তাঁর হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছিল। তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছিল। ৭ জানুয়ারি বাড়ি ফিরেছিলেন মহারাজ। এরপর ২০ জানুয়ারি ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মহারাজ। এবার দেবী শেঠীর তত্বাবধানে বৃহস্পতিবার দাদার হৃদযন্ত্রে দু’দুটি স্টেন্ট বসানো হয়েছে।