Friday, May 17, 2024
বিনোদন

সায়নী কি পারবে নবী মহম্মদের কন্ডোম পরানো ছবি পোস্ট করতে? প্রশ্ন রুপাঞ্জনার

কলকাতা: বিধানসভা ভোটের আগে টলিপাড়ায় দলবদল, কাদা ছোঁড়াছুড়ি অব্যাহত। ‘গো-মাংস রান্না’ এবং ‘জয় শ্রী রাম ধ্বনি’ নিয়ে বিতর্ক চলছে এখনও। এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। মুখ খুলেই সায়নী ঘোষকে (Sayani Ghosh) চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। প্রশ্ন রাখলেন, সায়নী ঘোষ কি পারবে মহম্মদ-প্রফেটের ছবিতে কন্ডোম পরিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে?

রূপাঞ্জনা মিত্র বলেন, হঠাৎ করে নিজের ধর্মকে ছোট করে ‘লিবারাল’ কিংবা মুক্তমনা হতে গিয়ে যে যা পারছে, তাই বলছে! পাশাপাশি, নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় মঞ্চে উঠতেই ‘জয় শ্রী রাম’ স্লোগানেরও তীব্র নিন্দা করেন রূপাঞ্জনা। তাঁর মতে, মুখ‍্যমন্ত্রী চাইলে বক্তৃতা দিতেই পারতেন। তাতে পরবর্তী প্রজন্মের কাছে ভালো দৃষ্টান্ত রাখতে পারা যেতো।

আক্ষেপ প্রকাশ করে রূপাঞ্জনা মিত্র আরও বলেন, রাজনৈতিক কারণে দু’ভাগে ভাগ হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। তিনি বলেন, দেবলীনা এবং সায়নীর সঙ্গে অন‍্যা হয়েছে। নিজের মতামত প্রকাশ করলে, পছন্দ মতো পোশাক পরলেই অকথা কুকথা শুনতে হচ্ছে শিল্পীদের, যা একেবারেই উচিত নয়।

রূপাঞ্জনা মিত্র জানান, সায়নী-দেবলীনাকে খুন-ধর্ষণের হুমকির প্রতিবাদে যে সভা আয়োজিত হয়েছিল, তাতে ‘রাজনৈতিক রং’ না লাগিয়ে ব্যক্তিগত কিংবা শিল্পী রূপাঞ্জনাকে ডাকলে, তিনি অবশ্যই যেতেন। তবে অনুষ্ঠানের ‘জয় হিন্দ’ স্লোগানই প্রমাণ করছে গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রি এখন একজনের হাতের পুতুল হয়ে গেছে।

প্রসঙ্গত বলে রাখি, সম্প্রতি ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করে বিতর্কে জড়ান সায়নী ঘোষ। এরপরে তার একটি পুরনো টুইট ভাইরাল হয়। যাতে দেখা যায় শিবলিঙ্গে কণ্ডোম পরাচ্ছেন বুলাদি। তার বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হয়। তীব্র আক্রমণের মুখে সেই টুইটটি ডিলিট করতে বাধ্য হন তিনি। তাতেও থামেনি বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুন-ধর্ষণের হুমকির মাঝেই সায়নীকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।