Thursday, May 16, 2024
কলকাতা

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: আসন্ন বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে, আজ রবিবার রাজ্য়পাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankar) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাজভবনে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক উঠেছে মহলে।

জল্পনা ছড়িয়েছে এবার কি রাজনীতির ময়দানে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে? জানা গিয়েছে, এদিন বিকাল সাড়ে ৪ টার পরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে রাজভবনে যান মহারাজ। সূত্রের খবর, ব্যক্তিগত কারণেই তিনি রাজভবনে গিয়েছেন। জমি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

তাতেও জল্পনা থামছে না। সম্প্রতি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছিলেন, বিজেপি ২০০টিরও বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতা আসছে। বাংলার ভূমিপুত্রই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তাতেই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। যদিও এ বিষয়ে সৌরভ মুখে কুলুপ এটেছেন। তবে বিষয়টি একবারে উড়িয়েও দেননি তিনি।

এসবের মাঝে এদিন রাজভবনে গেলেন মহারাজ। এদিন নির্ধারিত সময়ের কিছুটা আগে রাজভবনে পৌঁছন তিনি। বৈঠক শেষে মহারাজ কি বলেন সেটাই এখন দেখার বিষয়।