Tuesday, November 18, 2025
কলকাতা

ভাইপো তোলাবাজ প্রমাণ করতে পারলে ফাঁসিতে মৃত্যুবরণ করব: অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডায়মন্ড হারবার: ‘ভাইপো’ ইস্যুতে ডায়মন্ড হারবারের জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে ‘‌উপসর্গহীন ভাইরাস’‌, ‘‌বেইমান’‌ বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল থেকে পাল্টি খেয়ে, নিজের শিরদাঁড়া বিক্রি করে, মেরুদণ্ডহীন পাল্টিবাজ নেতা মেদিনীপুরের সভা থেকে আমাকে আক্রমণ করছে। বলছে, তোলাবাজ ভাইপো হঠাও। অভিষেক বলেন, নারদার ভিডিওতে খবরের কাগজে মুড়ে টাকা নিতে শুভেন্দু অধিকারীকে দেখা গেছে। তোলাবাজ তো শুভেন্দুই। সারদায় তো তোমার নাম রয়েছে। তোলাবাজ তুমি। আর বলছো তোলাবাজ ভাইপো হঠাও?‌

অভিষেক বলেন, আমার পিছনে সারদাও নেই, নারদাও নেই। সিবিআই আর ইডি লাগিয়ে কাঁচকলা করবে। টিভির পর্দায় ঘুষ নিতে তোমাদেরকেই দেখা যাচ্ছে। ইডি, সিবিআইয়ের ভয়ে তোমরা বিজেপিতে যোগ দিচ্ছো। আর বলছো, তোলাবাজ ভাইপো হঠাও। আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করতে রাজি কিন্তু ডায়মন্ড হারবারের নাম কুলুষিত হতে দেব না।

তৃণমূল সাংসদ আরও বলেন, আমার বিরুদ্ধে কোথাও যদি যোগসুত্র পাও বা প্রমাণ করতে পারো ভাইপো তোলাবাজিতে যুক্ত, তাহলে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগাতে হবে না। আমি ওসবে ভয় পাই না। একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দেবে, সেখানে গিয়ে মৃত্যুবরণ করবো। চ্যালেঞ্জ জানালাম। ক্ষমতা থাকলে তদন্ত করুন। দেখান ভাইপো কোথায় যুক্ত। এত ভয় কিসের? নাম নিতে পারেন না।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।