Thursday, May 16, 2024
খেলা

আইসিসিতে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনীত সৌরভ গঙ্গোপাধ্যায়

আহমেদাবাদ: আইসিসি-তে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে থাকছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতোই বোর্ডের প্রতিনিধিত্ব করবেন জয় শাহ।

এদিন আমেদাবাদে ভারতীয় ক্রিকেটর কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ৮৯তম বার্ষিক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। বার্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইসিসি বোর্ড অফ ডিরেক্টর ও সেই সমতুল্য যে কোনও সংস্থাতেও প্রতিনিধিত্ব করবেন ভারতীয় বোর্ডের শীর্ষ প্রতিনিধিরাই।

এদিনের বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর টি-২০ বিশ্বকাপের কেন্দ্র হিসেবে কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মোহালিকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, এদিনের বৈঠকে আট থেকে বাড়িয়ে দশ দলের আইপিএল করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এদিন নতুন নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন চেতন শর্মা। তিনি ছাড়াও আবে কুরুভিলা ও দেবাশিস মোহান্তি রয়েছেন নয়া এই নির্বাচক কমিটিতে।