তৃণমূল ২২০ টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব: অনুব্রত মণ্ডল
কলকাতা: বিধানসভা ভোট এগিয়ে আসছে। তাই রাজ্যে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। এবার কেতুগ্রামের সভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তিনি বলেন, আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল ২২০টির কম আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। উল্লেখ্য, বিধানসভা ভোটের মোট আসন সংখ্যা ২৯৪টি।
পাশাপাশি, রাজ্যবাসীকে তাঁর আশ্বাস, কোনও পরিস্থিতিতেই বাংলায় এনআরসি (NRC) হতে দেবেন না। বিজেপির ‘সোনার বাংলা’ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাঁর প্রশ্ন, বিজেপি যদি সোনার বাংলা তৈরি করতে পারে তবে সোনার ভারত তৈরি করতে পারলো না কেন? কেন হেনস্তার মুখে পড়তে হচ্ছে দেশের কৃষকদের, দরিদ্র মানুষকে?
অনুব্রত মণ্ডলের হুঙ্কার, প্রয়োজনে রক্তবন্যা বইবে, কিন্তু বাংলায় এনআরসি হতে দেব না। বিজেপি মিথ্যেবাদী, বেইমানের দল। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, একুশের বিধানসভা ভোটে তৃণমূল ২২০ টির বেশি আসন পাবে। আর যদি না পায় তাহলে রাজনীতি ছেড়ে দেব।
তাঁর দাবি, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সঙ্গে রয়েছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছেন। রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি। মানুষ ৫ লাখ টাকা করে স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন। তাঁর দাবি, পৃথিবীতে এমনটা আর কোথাও হয়নি।
প্রসঙ্গত বলে রাখি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, বাংলায় বিজেপি যদি ৮ টার বেশি আসন পায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু বিজেপি সেবার ৪২টি আসনের ভিতর ১৮টি আসন পেয়েছিল। তবুও রাজনীতির ময়দান ছাড়েননি অনুব্রত মণ্ডল। তবে একুশের বিধানসভা ভোটে তৃণমূল ২২০ টির কম আসন পেলে অনুব্রত মণ্ডল রাজনীতির ময়দান ছেড়ে দেবেন কি?

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

