Thursday, May 16, 2024
খেলা

করোনাকালে ব্যাপক জনপ্রিয় হয়েছে গম্ভীরের ১ টাকার ক্যান্টিন

নয়াদিল্লি: করোনা মোকাবেলায় দেশজুড়ে টানা লকডাউন জারি করা হয়েছে। যার ফলে রুটি-রুজি হারিয়েছেন অনেকেই। কঠিন এই পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দিতে দিল্লিতে ১ টাকার ক্যান্টিন চালু করেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। করোনাকালে তার ১ টাকার ক্যান্টিন ব্যাপক জনপ্রিয় হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে প্রথমে পূর্ব দিল্লির গান্ধীনগরে ‘জন রসোই’ নামে ১ টাকার ক্যান্টিন চালু করেছিলেন গম্ভীর। পরে অশোক নগরে আরও একটি ১ টাকার ক্যান্টিন চালু করেন বিজেপি সাংসদ। মাত্র ১ টাকায় ভরাপেট খেতে পারছে মানুষ। জানা গিয়েছে, ক্যান্টিন দুটো ব্যাপক জনপ্রিয় হয়েছে।

ক্যান্টিন চালুর পর গম্ভীর বলেছিলেন, ধর্ম, বর্ণ, আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেক মানুষের স্বাস্থ্যকর খাবার খাওয়ার অধিকার রয়েছে। গৃহহীন এবং অনাথরা দু’বেলা খাবার পায় না দেখে খুব খারাপ লাগে। তাদের জন্যেই আমার এই উদ্যোগ।

করোনা বিধি মেনে চলছে গম্ভীরের এই ক্যান্টিন। প্রথমে টাকা দিয়ে টোকেন সংগ্রহ করতে হয়। এরপর খাবার নেওয়ার আগে তা স্যানিটাইজার করতে হয়। খাবার সংগ্রহ করার সময়ও সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হয়।

উল্লেখ্য, প্রাক্তন আরেক ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও করোনা পরিস্থিতিতে মানুষের সেবায় এগিয়ে এসেছেন। দিল্লিতে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জোমাটোর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যে সমস্ত করোনা রোগীর বাড়িতে খাবার তৈরীর সমস্যা তাঁরা বীরুর সংস্থার সঙ্গে যোগাযোগ করলে বাড়িতেই পৌঁছে যাচ্ছে খাবার।