Friday, May 17, 2024
রাজ্য​

‘সৌরভের নেতৃত্বেই আসন্ন বিধানসভা নির্বাচন লড়বে বিজেপি’

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে। রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তারপরে সোমবার দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় এক অনুষ্ঠানে সৌরভ-অমিত শাহ একই মঞ্চে। প্রয়াত অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যান সৌরভ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সৌরভ-অমিত শাহের এক মঞ্চে উপস্থিতির পর খবর রটে যায় কয়েক দিনের মধ্যেই সৌরভ বিজেপির সদস্যপদ গ্রহণ করবেন। ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু করবেন। এমনকি শোনা যায়, বোর্ড প্রেসিডেন্ট পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন যাতে নির্বাচনী প্রচারে নামতে পারেন।

অমিত শাহ বলেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানে আসছেন জানতে পেরে নিজেকে সামলাতে পারিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর  ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যে জল্পনা আরও বাড়ে। এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, উনি আমাদের ক্যাপ্টেন। ভালো মানুষদের রাজনীতিতে আসা দরকার।

জানা গিয়েছে, জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানের পরে অমিত শাহের সঙ্গেই এয়ারপোর্ট ফেরেন দাদা। পথেই তাঁরা আলাদা কথা বলেন বলেও খবর। সূত্রের খবর, ১২ জানুয়ারির আগে সবকিছু জানা যাবে। এমনও খবর, সৌরভ বাংলা জুড়ে প্রচারে নামবেন অথচ নির্বাচনে দাঁড়াবেন না।

এদিকে, বিজেপি সাংসদ জন বারলা বলেছেন, ২০২১ সালের আসন্ন বিধানসভা ভোটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই এগিয়ে যাবে বিজেপি। কিছু একটা হতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্কার হয়ে যাবে বিজেপিতে উনি কি পদ পাচ্ছেন। যেভাবে উনি খেলার মাঠে ছয় মেরে মানুষের মন জয় করতেন। সেভাবেই তিনি রাজনীতির ময়দানে ছয় মেরে মানুষের মন জয় করবেন।