Tuesday, May 21, 2024
রাজ্য​

খড়দহে বিজেপির মিছিলে জনজোয়ার, দাপিয়ে বেড়ালেন শুভেন্দু-অর্জুন-বাবুল-সৌমিত্ররা

কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পরে একের পর এক রোড শো, মিছিল, সভা-সমাবেশ করে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার নন্দীগ্রামে রোড শো করেন তিনি। এরপর সেখান থেকে তিনি টিটাগড়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। টিটাগড় থেকে খড়দহ পর্যন্ত রোড শো করেন তিনি। হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা।

টিটাগড় থেকে খড়দহ পর্যন্ত রোড শো’তে শুভেন্দু অধিকারীর সঙ্গে অংশ নেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, যুব মোর্চার রাজ্য সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং বীজপুরের বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায়। রোড শোয়ের পর খরদহে একটি জনসভাও করা হয়। সেখান থেকে আবারও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

এদিন বাইকের পিছনে অর্জুন সিংকে বসিয়ে মিছিল করতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। অন্য একটি বাইক নিয়ে তাঁদের সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁও। পরে এই ত্রয়ীকে দেখা যায় ট্যাবলোতে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মিছিল করতে। সঙ্গে ছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও।

তবে সবকিছুকে ছাপিয়ে এদিন সকলের নজর কাড়েন গদা হাতে থাকা অর্জুন সিং। নিজের গড়ে এত মানুষের ভিড় দেখে আপ্লুত হন তিনিও। জনসমুদ্র দেখে খুশির হাসি দেখা যায় ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তের মুখেও। বাবুল সুপ্রিয় টুইটে ভিড় সম্পর্কে বলেন, আজ বিজেপি যুব মোর্চার ডাকে টিটাগড় ও ব্যারাকপুরে পদযাত্রায় এত জনসমাগম দেখে আমি মুগ্ধ। টিএমসির চোখ রাঙানিকে উপেক্ষা করে ‘সোনার বাংলা’ গড়ার জন্য মানুষের এত উৎসাহ দেখে আমার মনে হচ্ছে, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর’।