Thursday, May 16, 2024
দেশ

হাওড়া-কালকা মেলের নাম বদলে ‘নেতাজি এক্সপ্রেস’ করে দিল মোদী সরকার

কলকাতা: ১৯৪১ সালে হাওড়া-কালকা মেলে করে বিহারের গোমো থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসু। তাঁকে শ্রদ্ধা জানিয়ে হাওড়া-কালকা মেলের (Howrah Kalka Mail) নাম বদলে তাই ‘নেতাজি এক্সপ্রেস’ (Netaji Express) করে দিল ভারতীয় রেল (Indian Railway)৷ উল্লেখ্য, মঙ্গলবারই নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটে লিখেছেন, নেতাজির পরাক্রম ভারতকে স্বাধীনতা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে হাওড়া-কালকা মেলের নামকরণ করা হল নেতাজি এক্সপ্রেস। জানা গিয়েছে, গত ১৪ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে হাওড়া-কালকা মেলের নাম বদলের প্রস্তাব জানানো হয় রেলমন্ত্রকের কাছে। এদিন সেই প্রস্তাবে সায় দিল ভারতীয় রেল। টুইট করে বিষয়টি জানিয়েছে ভারতীয় রেল।


উল্লেখ্য, ভারতের অন্যতম পুরনো রেল হাওড়া-কালকা মেল। ১৮৬৬ সালে যাত্রা শুরু করে এটি। প্রথমে এটির নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল। ১৯৪১ সালে এর নাম বদলে হয় হাওড়া-কালকা মেল। উনিশ শতকে অন্যতম বহুল জনপ্রিয় বাণিজ্যিক প্যাসেঞ্জার ট্রেন ছিল এটি। ইতিহাস থেকে জানা যায়, ১৯৪১ সালে এই হাওড়া-কালকা মেলে চেপেই বিহারের গোমো থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন নেতাজি। তাই নেতাজির সঙ্গে সম্পর্কিত দীর্ঘদিনের পুরনো এই রেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস করে দিল মোদী সরকার।

প্রসঙ্গত, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীকে সামনে রেখে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৮৫ জনের বিশেষ একটি কমিটিও গঠন করেছে কেন্দ্র। কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু, রেণুকা মালাকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, এ আর রহমানের মতো ব্যক্তিত্ব।