Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

বাজারে আসছে ৯৯ শতাংশ পর্যন্ত করোনা ধ্বংস করতে সক্ষম ইজরায়েলের ‘মিরাকল মাস্ক’

জেরুজালেম: মারণ করোনার সংক্রমণ ঠেকাতে এবং নিষ্ক্রিয় করতে সক্ষম এমন একটি বিশেষ ধরনের মাস্ক আবিষ্কার করল ইজরায়েলের একটি সংস্থা৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যাব টেস্টে প্রমাণিত হয়েছে, এই ‘মিরাকল মাস্ক’ ৯৯ শতাংশ করোনা ভাইরাসকে ধ্বংস করে দিতে সক্ষম৷

সনোভিয়া (Sonovia) নামে ইজরায়েলের ওই সংস্থার দাবি, এই মাস্কটি পুনর্ব্যবহারযোগ্য। অ্যান্টি-ভাইরাল মাস্কটির উপরে জিঙ্ক অক্সাইড ন্যানো-পার্টিকলের প্রলেপ রয়েছে, যা ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস ও ভাইরাসকে ধ্বংস করতে পারে৷ করোনার সংক্রমণ রুখতে এই মাস্ক অত্যন্ত কার্যকরী হবে৷

ল্যাব টেস্টেও দেখা গিয়েছে, বারবার ধোয়ার পরেও ৯০ শতাংশ করোনা ভাইরাসকে ধ্বংস করে দিচ্ছে এই মিরাকল মাস্ক৷ সনোভিয়ার চিফ টেকনোলজি অফিসার লিয়াত গোল্ডহ্যামার বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই ফ্যাব্রিক হাসপাতালের পোশাক, যন্ত্রপাতি-সহ নানা সরঞ্জামে কাজ লাগবে, যা ৯৯ শতাংশ পর্যন্ত করোনা ভাইরাসকে ধ্বংস করে দেবে৷

লিয়াত গোল্ডহ্যামার বলেন, এই মাস্কটি চিনের ল্যাবে টেস্ট করা হয়েছে এবং তাতে আশানুরূপ সাফল্য মিলেছে। এবার জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের সরকারি ল্যাবে এই মাস্কটির পরীক্ষা করা হচ্ছে৷ তারপরে এটি অনলাইনে বিক্রি করা হবে৷

উল্লেখ্য, সম্প্রতি সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান লিভিংগার্ড টেকনোলজিস ৬৫ হাজারের বেশি পরীক্ষা-নিরীক্ষার পরে একশোর বেশি পেটেন্ট ফাইল করে একটি বিশেষ মাস্ক বাজারে ছেড়েছে। তাঁদের দাবি, করোনাভাইরাস সার্স কভ-২কে এই মাস্ক ৯৯.৯৯ শতাংশ নিষ্ক্রিয় করতে সক্ষম।