Monday, May 6, 2024
দেশ

এই দুঃসময়ে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা আর হিংসা ছড়াবেন না, আবেদন রতন টাটার

মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পরে বলিউড নেপোটিজম বা স্বজনপোষণ অভিযোগ উঠেছে৷ সোশ্যাল মিডিয়ায় একে অপরকে হেনস্থা এবং পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে এবার মুখ খুললেন শিল্পপতি রতন টাটা। তিনি জানালেন, ২০২০ সালটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সকলেই। এই পরিস্থিতিতে একে অপরকে হেনস্থা না করে পরস্পরের পাশে থাকা উচিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মন্তব্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে একটি বিবৃতি প্রকাশ করেন রতন টাটা লিখেছেন, এই বছরে প্রত্যেকেই কোনও না কোনও ভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে অনলাইনে একে অপরের পাশে দাঁড়ানোর পরিবর্তে ঘৃণা ছড়ানো হচ্ছে৷ কিভাবে একে অপরকে হেয় প্রতিপন্ন করে নীচে নামানো যায়, সেই চেষ্টায় মত্ত নেটিজেনরা৷ আগে-পিছে না ভেবে একে অন্যকে খাটো করার প্রবণতা চলছে৷

রতন টাটা বলেন, আমার মনে হয়, এই বছর আমাদের একে অন্যের হাতে হাত রেখে চলা উচিত। একে অপরকে হেয় না করে উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমাদের উচিত পরস্পরের প্রতি আরও সংবেদনশীল এবং সহানুভূতিশীল হওয়া।

রতন টাটার কথায়, আমি খুব কম সময়ই অনলাইন থাকি। আমার আশা, অনলাইন হয়ে উঠুক একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করার প্ল্যাটফর্ম৷ যে কোনও কারণেই, ঘৃণা আর হিংসা ছড়ানো বন্ধ করা হোক।