Thursday, May 16, 2024
দেশ

দেশের সব রাজ্যেই নাগরিক পঞ্জি করার ভাবনা কেন্দ্রের!

নয়াদিল্লি: অসমের পর দেশের প্রত্যেকটি রাজ্যেই নাগরিক পঞ্জি তৈরীর পরিকল্পনা করছে কেন্দ্র। অসমে ‌যে নাগরিক পঞ্জির খসড়া প্রকাশ করা হয়েছে সেখানে বাদ পড়েছেন রাজ্যের ৪০ লাখ মানুষ। এদের কী হবে এনিয়ে এখন বিতর্ক তুঙ্গে। এরকম এক অবস্থায় দেশের প্রত্যেকটি রাজ্যের জন্যই নাগরিক পঞ্জির পরিকল্পনা করছে কেন্দ্র। যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবে তাদের ‘বায়েমেট্রিক ওয়ার্ক পারমিট’ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে খবর।

দেশের অন্যান্য রাজ্যেও অসমের মতো নাগরিক পঞ্জি তৈরির ব্যাপারে প্রস্তাব করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক। এমনটাও শোনা ‌যাচ্ছে। সূ্ত্রের খবর, অসমে নাগরিকপঞ্জি তৈরি করতে পেরে বেশ খানিকটা উৎসাহ পেয়েছে কেন্দ্র। এরপরই গোটা দেশে একই ধরনের নাগরিকপঞ্জি চালুর ভাবনা।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ হল অসমে বিদেশি হিসেবে ‌যারা চিহ্নিত হবে তাদের নিয়ে কী হবে। সরকারের কোনও কোনও মহল মনে করছে ওই বিপুল সংখ্যক মানুষকে ফেরত পাঠানো একপ্রকার অসম্ভব। এদের কোনও ক্যাম্পে রাখার ব্যবস্থা করাও কোনও বাস্তবসম্মত চিন্তা বলা যাবে না।

বায়োমেট্রিক ওয়ার্ক পারমিট চালু করা গেলে ওই সব ‘অবৈধ অনুপ্রবেশকারী’-এর ওপরে নজর রাখা ‌যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ওইসব মানুষদের কোনও স্থাবর সম্পত্তি কেনা থেকে বঞ্চিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সবদিকই খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, দেশের প্রতিটি রাজ্যে এই নাগরিকপঞ্জি করে বৈধ ভারতীয় ঠিক করতে চাইছে কেন্দ্র। দেশের নিরাপত্তার স্বার্থেই এনআরসি করার পরিকল্পনা করছে কেন্দ্র।