Sunday, May 19, 2024
দেশ

যত্রতত্র থুতু ফেলার অভ্যাস ছাড়ুন, দেশবাসীকে পরামর্শ মোদীর

নয়াদিল্লি: রবিবার ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমরা সব সময়ই জানি যেখানে-সেখানে থুতু ফেলা অন্যায়। কিন্তু তাও আমরা এটা করে থাকি। এবার সময় এসেছে আমরা যেন আর রাস্তায় থুতু না ফেলি। যত্রতত্র থুতু ফেলার অভ্যাস ছাড়ুন। এতে পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শক্তি যোগাবে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) তরফেও দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে  রাস্তায় থুতু না ফেলতে। আইসিএমআর-এর তরফে বলা হয়েছে, রাস্তাঘাটে থুতু ফেললে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্যই দেশবাসীকে থুতু ফেলার অভ্যাস ছাড়ার পরামর্শ দিলেন নমোও।


ইতিমধ্যেই কেন্দ্র তামাকজাত দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কেন্দ্রের তরফে দেশের সকল রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যেন গুটখা, পান-মশলা বিক্রি না হয়, সেদিকে খেয়াল রাখতে। কেননা, তামাকজাত দ্রব্য যেমন- পান-মশলা, গুটখা, সুপারি চাবালে মুখের মধ্যে অতিতিক্ত লালা জমা হয়। ফলে থুতু ফেলার প্রয়োজনীতা দেখা দেয়। রাস্তায় থুতু ফেললে করোনা সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়।

পাশাপাশি, এদিন করোনা মোকাবিলায় দেশবাসীর ভূমিকারও প্রশংসা করেন মোদী। তিনি বলেন, করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সত্যিই জনগণ চালিত। যৌথভাবে করোনা যুদ্ধ লড়ছে মানুষ ও প্রশাসন। আমরা ভাগ্যবান যে, প্রত্যেক নাগরিকের সঙ্গে সারা দেশ এগিয়ে আসছে এবং সেনার মতো যুদ্ধে লড়ছে।