Monday, May 6, 2024
দেশ

সবাই একজোট হয়ে মুখ্যমন্ত্রীকে সাহায্য করুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন: লতা মঙ্গেশকর

মুম্বাই: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৯১৭ জন। আর শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৭,৬২৮ জন, মৃত্যু হয়েছে ৩২৩ জনের। অর্থাৎ, দেশের এক- চতুর্থাংশেরও বেশি করোনা রোগী এখন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানালেন, মহারাষ্ট্রের ৮০ শতাংশ করোনা আক্রান্তই উপসর্গহীন।

রবিবার করোনা সঙ্কট মোকাবেলায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকারের প্রশংসা করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। টুইট করে সুর-সম্রাজ্ঞী জনগণকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, নমস্কার, করোনা মোকাবিলায় মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়। সব ধর্মের মানুষকে একজোট হয়ে মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে হবে। সবার কাছে একটাই অনুরোধ, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।


উল্লেখ্য, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ায় সেখানে লকডাউন বাড়ার সম্ভাবনাই বেশি। যদিও এ বিষয় এখনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ৩০ এপ্রিলের পরেই লকডাউন নিয়ে রাজ্য সরকার বিচার-বিবেচনা করবেন বলে জানিয়েছেন ঠাকরে।

মহারাষ্ট্রে লকডাউন একবারে তুলে না দিয়ে ধীরে ধীরেই তা যে করা হবে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ তাঁর মতে, আমাদের সবার উপরেই এই দায়িত্ব রয়েছে। এটা হল ধৈর্য্যের বিষয়। করোনা যুদ্ধে আমাদের জিততে হবে। করোনাকে হারাতে হবে।