Monday, November 17, 2025
রাজ্য​

নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি, থাকছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নন্দীগ্রাম: রাত পোহালেই দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। এবারের সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামেও (Nandigram) বৃহস্পতিবার ভোট। অশান্তি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। শুক্রবার পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

নন্দীগ্রামে এবার এসপি পদমর্যাদার এক আধিকারিককে নিয়োগ করেছে কমিশন। নগেন্দ্র ত্রিপাঠীকে নিয়োগ করা হয়েছে। তিনি শুধুমাত্র নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করবেন। পূর্ব মেদিনীপুরের বাকি অংশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রবীণ ত্রিপাঠী।

নন্দীগ্রামে ৩৫৫টি বুথের জন্যে মোতায়েন থাকবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (প্রায় ১৬০০ জন জওয়ান)। তার মধ্যে ২ কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হবে। এ ছাড়াও থাকবে রাজ্য পুলিশ। প্রচার পর্বে বাধার মুখে পড়ায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পাশাপাশি, নিরাপত্তা বাড়ানো হয়েছে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee)।

নন্দীগ্রামে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯৯৯ জন। তাঁর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ২৫৭ জন, আর মহিলা ১ লাখ ২৩ হাজার ২৫৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।