Friday, May 10, 2024
রাজ্য​

নন্দীগ্রামে কে জিতবেন? মমতা নাকি শুভেন্দু? কি বলছে সমীক্ষা

নন্দীগ্রাম: রাত পোহালেই হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামের ৩৫৫টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। যেকোনো ধরনের আপত্তিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নন্দীগ্রামের উপরে বাড়তি নজর রাখছে নির্বাচন কমিশন। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশ সুপার পদমর্যাদার এক অফিসারকে নিয়োগ করা হয়েছে।

মানুষের মনে একটি প্রশ্ন ঘুরছে। হাইভোল্টেজ নন্দীগ্রামে কে জিতবে? মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি শুভেন্দু অধিকারী? জনতা কাকে চাইছে, তা জানার চেষ্টা করা হয়। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ৪৬ শতাংশ মানুষ বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। ৩৬.১ শতাংশ মানুষ বলেছেন নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জিতবেন। ১০ শতাংশ মানুষ বলছেন, সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় জিতবেন। বাকি ৭.৯ শতাংশ মানুষ কাউকেই বেছে নেননি।

এর আগে গত ১৯ মার্চের করা সমীক্ষা অনুযায়ী, ৫০ শতাংশ মানুষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। ৪০.০৭ শতাংশ মানুষ বলেছিলেন শুভেন্দু অধিকারী জিতবেন। ৯.৩ শতাংশ মানুষ বেছে নিয়েছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে।

যদিও সমীক্ষা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে ভোটের সময় জনমত সমীক্ষা অধিকাংশ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়েছে। তাই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা না হলে কিছুই বলা যাচ্ছে না।