Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

ইতিহাসে প্রথম, পাকিস্তান বায়ুসেনার পাইলট হলেন হিন্দু যুবক রাহুল দেব

ইসলামাবাদ: পকিস্তানের স্বাধীনতার পর ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার। পাকিস্তানের বিমানবাহিনীতে (Pakistan Air Force) এক হিন্দু ধর্মালম্বী তরুণ পাইলট হিসেবে যোগ দিয়েছেন। জেনারেল ডিউটি (General Duty) পাইলট হিসেবে পাকিস্তান এয়ার ফোর্সে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী রাহুল দেব (Rahul Dev)। সিন্ধু প্রদেশের থারপরকরের (Tharparkar) বাসিন্দা রাহুল দেবই পাকিস্তানের একমাত্র হিন্দু পাইলট। উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের অঞ্চলের সিংহভাগ বাসিন্দাই হিন্দু।

পাকিস্তানের এয়ার ফোর্সের বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দুকে নেওয়া হল। রাহুল দেব সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলেই পাকিস্তান বিমানবাহিনীতে পাইলট পদে এই নিয়োগ পেয়েছেন।

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েতের (All Pakistan Hindu Panchayat) সম্পাদক রবি দাওয়ানি (Ravi Dawani) জানান, পাকিস্তান বায়ুসেনায় রাহুল দেবের নিয়োগে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

রবি দাওয়ানির কথায়, পাক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। দেশের বহু ডাক্তারও হিন্দু। ইমরান খানের সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঠিকমতো নজর দেয়, তাহলে ভবিষ্যতে আরও অনেক রাহুল দেব উঠে আসবে।