Saturday, May 18, 2024
দেশ

এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা, ৩ মাসের মধ্যে এলাহাবাদ আদালত চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে একটি পুরনো মসজিদ সরিয়ে নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের নভেম্বরে এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ৩ মাসের মধ্যে হাইকোর্ট চত্বরে থাকা মসজিদটি সরিয়ে ফেলতে হবে। তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয় মসজিদ কমিটি। তবে এবার সুপ্রিম কোর্টেও সেই আবেদন খারিজ হয়ে গেল।

জানা গেছে, মসজিদের জমিটি লিজ দেওয়া হয়েছিল। সেই লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই এরপর আর ওই জমির দাবি করতে পারে না মসজিদ কমিটি। এলাহবাদ হাইকোর্টের সেই রায়ই এবার বহাল রাখলো দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে মসজিদটি আদালত চত্বর থেকে সরিয়ে ফেলতে হবে। সেটা না করলে মসজিদটি ভেঙে দেওয়ার নির্দেশ।

উল্লেখ্য, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আদালতে এখনও মামলা চলছে। দাবি করা হচ্ছে মন্দির ভেঙেই ওখানে তৈরি হয়েছে মসজিদ। মসজিদের ওজুখানাতেই রয়েছে শিবলিঙ্গ। এই আইনি লড়াইয়ের মধ্যেই এবার একটি পুরনো মসজিদ সরিয়ে ফেলার নির্দেশ দিল আদালত।