Thursday, April 25, 2024
রাজ্য​

SAIL ‘এর চেয়ারম্যানের কাছে কোয়ার্টার ও সুদ সহ গ্রাচুইটি সংক্রান্ত মানবিক আবেদন Durgapur steel plant ও Alloy steel plant এর কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদন: Sail Corporate, Labour Ministry, Govt. Of India এবং সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও Durgapur Steel Plant(DSP) এবং Alloy Steel Plant(ASP) এর কর্মীদের কোয়ার্টার সহ গ্রাচুইটি সুদ সহ ফেরৎ না দেওয়ার প্রতিবাদে Steel Employees Forum এর ডাকে ২৮শে নভেম্বর;২০২২ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুর্গাপুর T.A Building এর সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে।

Steel Authority of India Limited (SAIL); বিভিন্ন ইউনিটে এ কোয়ার্টার এবং গ্রাচুইটি সুদ সহ ফেরত দেওয়া হলেও Durgapur Steel Plant কর্তৃপক্ষ নীরব। বিগত ২০২০ সালের ৫ফেব্রুয়ারী থেকে ২০ মার্চ পর্যন্ত ৪৫ দিন আন্দোলন চলাকালীন কোভিড ১৯ মহামারীর জন্য S.D.M অফিস এর ডেপুটি মেজিস্ট্রেট ও কতৃপক্ষের আবেদনে ও আশ্বাসে গণ অবস্থান বিক্ষোভ স্থগিত করা হয়েছিলো। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোয়ার্টার লাইসেন্স এবং গ্রাচুইটির সমস্যার সমাধান হলো না। এর মধ্যে ৮০ জন সহযোদ্ধা মারা গেছে। বেশিরভাগ বিক্ষোভকারীর বয়স ৭০ এর উপরে। এই বয়সে তারা সকাল থেকে বিকেল অব্ধি নিজেদের হকের দাবির উদ্দেশ্যে অতি কষ্টেই আন্দোলনে যুক্ত হয়। এমতাবস্থায় তারা Steel Authority Of India Limited (SAIL) এর চেয়ারম্যান এর কাছে DSP ও ASP কর্মচারীদের কোয়ার্টার ও গ্রাচুইটি সুদ সহ ফেরত দেওয়ার মানবিক আবেদন রেখেছেন।