Tuesday, April 16, 2024
রাজ্য​

‘বিজেপির ভোট কেন বামেদের কাছে ফিরছে?, অমিত শাহের প্রশ্নে অস্বস্তিতে বঙ্গ বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল হয়ে উঠেছিল বিজেপি। কিন্তু তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তাতে দেখা গিয়েছে, দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানতে চাইলেন, বিজেপির ভোট কেন বামেদের কাছে ফিরছে? শুক্রবার রাতে দলীয় বৈঠক অমিত শাহের এহেন প্রশ্ন রীতিমতো অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপিকে।

জানা গেছে, শুক্রবার রাতে অমিত শাহ বিজেপিকে আরো নিবিড় জনসংযোগ করার নির্দেশ দিয়েছেন। অমিত শাহ জানান, একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। কিন্তু তারপর থেকে প্রত্যেকটি নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। এমনকি বিজেপির ভোট এখন বামেদের ঝুলিতে যাচ্ছে। যা অত্যন্ত চিন্তার কারণ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পশ্চিমবঙ্গে বিজেপি পিছিয়ে যাচ্ছে বলে জানান অমিত শাহ। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে রাজ্যের মানুষের সঙ্গে আরো জনসংযোগের নির্দেশ দেন তিনি। বিজেপিকে বিকল্প হিসাবে তুলে ধরার নির্দেশ দেন তিনি। রাস্তায় নেমে রীতিমতো বিরোধী দলের ভূমিকা পালন করে নির্দেশ দেন।

জানা গেছে, মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে বৈঠক করবেন অমিত শাহ। জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক রয়েছে তাদের। রাজ্যের সম্পর্কে জমা পড়া রিপোর্ট নিয়ে বৈঠকে আলোচনা করবেন তারা বলে সূত্রের খবর।