Sunday, May 19, 2024
খেলা

টি-২০ বিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকি দিলো পাকিস্তানের প্রো-ইসলামিক স্টেট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আর মাত্র এক মাসেরও কম সময় বাকি রয়েছে টি-২০ বিশ্বকাপের নবম আসরের। আগামী ২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে দলও ঘোষণা করেছে অংশ নেওয়া বেশ কয়েকটি দেশ। ক্রিকেট উন্মাদনায় মগ্ন গোটাবিশ্ব, এই পরিস্থিতিতে বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের উগ্রবাদী সংস্থা ‘প্রো-ইসলামিক স্টেট (আইএস)।

ভিডিও বার্তায় আসন্ন বিশ্বকাপে হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। প্রো-ইসলামিক স্টেট নামের এই সংস্থাটি নিজস্ব গণমাধ্যম ‘নাশির পাকিস্তান’ এ হামলার হুমকি বার্তা দিয়েছে।

এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, ‘আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছি। যেখানে যেখানে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং যে হোটেলে ক্রিকেটাররা থাকবেন সেগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সমস্ত স্টেকহোল্ডারদের আশ্বস্ত করতে চাই যে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার এবং আমাদের কাছে শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা রয়েছে।’ Cricbuzz