টানা ১১ ঘণ্টা ইডি জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সায়নী ঘোষ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: টানা ১১ ঘণ্টার ম্যারাথন জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ইডি তলব করেছিল সায়নী। শুক্রবার সকাল সাড়ে ১১ টা ২২ মিনিট নাগাদ ইডি কার্যালয়ে পৌঁছান সায়নী। আর রাত ১০টা ৪৫ নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে আসেন তিনি।
জানা গেছে, সায়নীকে দুই দফায় জেরা করেন ইডি আধিকারিকরা। ইডি দফতর থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘মূলত আমার কাছে কিছু বেসিক নথি চাওয়া হয়েছিল। আমি সেগুলো জমা দিয়েছি। আবার হয়তো তলব করা হবে। আরও কিছু নথিও জমা দিতে হতে পারে। তদন্তে পূর্ণ সহযোগিতা করবো। ১০০ বার ডাকলে ১০০ বার আসবো।’
সায়নী জানান, ‘কিছু নথি সম্পর্কে বিস্তারিত জানতে চান আধিকারিকরা। ফের হয়তো আবার ডাকতে পারে।’