ব্রহ্মাণ্ড পুরাণ থেকে অনুপ্রাণিত হয়ে মেয়ের নাম রাখলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ২০ জুন রাম চরণ এবং উপাসনার কোলজুড়ে আসে কন্যাসন্তান। এবার তাঁরা তাদের মেয়ের নামকরণ করেছেন। নামকরণ অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন তারা। দক্ষিণী সুপারস্টার রাম চরণ তাঁর মেয়ের নাম রেখেছেন ‘ক্লিন কারা কোনিডেলা’।
অস্কারজয়ী আরআরআর খ্যাত অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘তাঁর মেয়ের নামটি নেওয়া হয়েছে ‘ললিতা সহস্রনাম’ থেকে, যেটা ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ। রাম চরণের মতে, এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করতে পারে, এটাই এই নামের মাহাত্ম্য বলে উল্লেখ করেছেন অভিনেতা।
রাম চরণ আরও জানিয়েছেন, এই নামটি পছন্দ করেছেন শিশুকন্যার দাদু ঠাকুমা। নামটি সকলের পছন্দ হবে বলেই আশাপ্রকাশ করেছেন অভিনেতা।
উল্লেখ্য, রাম চরণ এবং তাঁর স্ত্রী দু’জনেই যথেষ্ট আধ্যাত্মিকতা, ধর্মীয় সংস্কার মেনে চলেন। রাম চরণ যেখানেই যান সঙ্গে করে তাঁর ইষ্ট দেবতা এবং পুজোর সমস্ত সরঞ্জাম। সেটা সুদূর আমেরিকার লস এঞ্জেলেস হলেও।