Monday, April 29, 2024
দেশ

ডলার নয়, ভারতীয় মুদ্রায় ১৮টি দেশকে বৈদেশিক বাণিজ্য করার অনুমতি দিল RBI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা হয়ে ওঠার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রুপি। আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করতে এবং প্রক্রিয়াটিকে মসৃণ করতে ৩৫টি দেশ ভারতীয় মুদ্রা ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে। ২০২২ সালের জুলাইয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির ব্যবস্থা তৈরি করেছিল। তারপর থেকে ভারতীয় রুপি নিয়ে একের পর এক দেশের আগ্রহ বাড়ছে।

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে ডলার ছেড়ে ভারতীয় মুদ্রায় বৈদেশিক বাণিজ্য করছে মস্কো। প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে ভারতীয় রুপিতে লেনদেন করছে তারা। সর্বশেষ বাংলাদেশও দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহার করার প্রস্তাব দিয়েছে। সবমিলিয়ে বিশ্বের প্রায় ৩৫টি দেশ ভারতীয় রুপিতে বাণিজ্যের কথা ভাবছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রাশিয়া এবং শ্রীলঙ্কা সহ ১৮ টি দেশে ৬০টি বিশেষ রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট খোলার অনুমোদন দিয়েছে৷ বর্তমানে ডলারের ঘাটতি দেখা দিয়েছে শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমারের মতো একাধিক দেশে। এই পরিস্থিতিতে ভারতীয় রুপি একমাত্র বিকল্প মাধ্যম হিসেবে উঠে আসছে।

RBI যে ১৮টি দেশকে ভারতীয় রুপিতে লেনদেনের অনুমতি দিয়েছে-

১. রাশিয়া

২. সিঙ্গাপুর

৩. শ্রীলঙ্কা

৪. বতসোয়ানা

৫. ফিজি

৬. জার্মানি

৭. গায়ানা

৮. ইসরাইল

৯. কেনিয়া

১০. মালয়েশিয়া

১১. মরিশাস

১২. মায়ানমার

১৩. নিউজিল্যান্ড

১৪. ওমান

১৫. সেশেলস

১৬. তানজানিয়া

১৭. উগান্ডা

১৮. যুক্তরাজ্য।

বাকি দেশগুলিকেও খুব শীঘ্রই ভারতীয় রুপি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে বলে খবর।