Friday, April 26, 2024
দেশ

শ্রীঘ্রই চালু হবে নয়া শিক্ষানীতি: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার বলেছেন, নতুন শিক্ষা নীতি যুবকদের বিশ্বব্যাপী নাগরিক করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। শীঘ্রই এটি কার্যকর করা হবে।

অমিত শাহ বলেন, “শিক্ষার উদ্দেশ্য হল কাউকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা, এবং নতুন শিক্ষানীতি তা করবে। আমি যদি সহজ ভাষায় বলি, নতুন শিক্ষানীতির উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা।”

২ দিনের গুজরাট সফরে গিয়ে গান্ধীনগরে গুজরাট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “গুজরাটের সেন্ট্রাল ইউনিভার্সিটির আপনার ব্যাচটি “অমৃত কাল” ব্যাচ হিসাবে পরিচিত হবে এবং এর সাথে একটি দায়িত্ব আসে।”

তিনি বলেন, “শিশুদের স্বাধীনতার লড়াই সম্পর্কে জানা উচিত। এই 75 বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আপনাদের সকলের এটি সম্পর্কে জানা উচিত। আগামী 25 বছরে ভারতকে মহান উচ্চতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের।”

শিক্ষার্থীদের উদ্দেশে অমিত শাহ আরও বলেন, “আপনাদের সকলের এটাও মনে রাখা উচিত যে আপনি সকলেই সেই দেশ থেকে স্নাতক হয়েছেন যেখানে দেশকে অনেক কিছু দেওয়ার ইতিহাস রয়েছে – যেমন শ্রী কৃষ্ণ, মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেল।”

NEP 2020-এর উপর জোর দিয়ে তিনি বলেন, “কেউ নতুন শিক্ষা নীতি (NEP) 2020 এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি এবং এটি সকলের দ্বারা গৃহীত হয়েছে এবং শীঘ্রই বাস্তবায়ন করা হবে।”

তিনি বলেন, “আমি আপনাদের সকলকে নতুন নীতি, বিশেষ করে শিক্ষকদের অধ্যয়ন করার জন্য অনুরোধ করব। শিক্ষার উদ্দেশ্য হলো কাউকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা এবং নতুন শিক্ষানীতি তা করবে।”