Thursday, March 28, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের ওড়াকান্দিতে মতুয়াদের মহাবারুণীর স্নানোৎসবে লাখো লাখো ভক্তদের ঢল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২তম জন্মতিথি উপলক্ষে শুরু হয়েছে মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ মহা বারুণীর স্নান উৎসব ও তিন দিনব্যাপী বারুণী মেলা।

ভোর সাড়ে ৩টা থেকে শুরু হওয়া স্নান চলবে বিকাল ৫টা পর্যন্ত। পাপ থেকে মুক্তি ও পূণ্য লাভের আশায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং ভারতের পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা থেকে পূণ্যার্থীরা অংশ নেন এ স্নান উৎসবে। এ উপলক্ষে ওড়াকান্দির ঠাকুর বাড়ির তিন কিলোমিটার এলাকাজুড়ে বসেছে মেলা। এই উৎসবে অন্তত ১০ লাখের মতো মানুষ সামিল হন।

প্রতিবছর ওড়াকান্দির ঠাকুর বাড়িতে স্নান উৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। স্নান উৎসবে যোগ দেওয়া ভক্তদের পদচারণার সাথে ঢাক, ঢোল আর কাঁসার বাড়িতে মুখরিত হয়ে ওঠে পুরো ঠাকুর বাড়ি। ভক্তরা মন্দিরে পুজো-অর্চনা শেষে ঠাকুর বাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে (পুকুর) স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ ও দেশবাসীর মঙ্গল প্রার্থনা করে।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর বাংলা ১২১৮ সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীর ব্রাহ্ম মুহূর্তে মহা বারুণীর দিনে বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ৬৬ বছর বয়সে ১২৮৪ সালে জন্মের একই দিনে তাঁর তিরোধান হয়।