Sunday, May 19, 2024
দেশ

এবার থেকে সংসদে ২২টি ভাষায় কথা বলতে পারবেন সাংসদরা: বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি: এবার থেকে সংসদে ২২ টি ভাষায় কথা বলতে পারবেন সাংসদরা। বুধবার এমনটাই ঘোষণা করলেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, এবার রাজ্যসভাতে ২২টি ভাষায় কথা বলার সুযোগ পাবেন সাংসদরা। নতুন করে পাঁচটি ভাষা যুক্ত হওয়ার পর এবার থেকে মোট ২২টি ভাষায় কথা বলতে পারবেন সাংসদরা। এবার থেকে ডোগরি, কাশ্মীরি, কোঙ্কনি, সাঁওতালি ও সিন্ধি ভাষাতেও নিজের বক্তব্য রাখতে পারবেন সাংসদরা।

সংসদের বাদল অধিবেশনের শুরুর দিনেই একথা ঘোষণা করলেন বেঙ্কাইয়া নাইডু। গ্রীষ্মকালীন অধিবেশন পর্যন্ত সংসদে ১৭টি ভাষার অনুবাদক ছিলেন। অহমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ও উর্দু ভাষা অনুবাদ করতে পারতেন অনুবাদকরা। কিন্তু এবার আর ১৭টি ভাষা অনুবাদক নয়, তার পরিবর্তে ২২টি ভাষায় কথা বলতে পারবেন সাংসদরা। সংসদে অনুবাদকের সংখ্যা বাড়ায়, বিভিন্ন ভাষায় কথা বলার সুযোগ বাড়ল।

তবে সাংসদরা কোন ভাষায় কথা বলতে চান, সে বিষয়ে আগে থেকেই নোটিশ দিতে হবে তাদেরকে। বেঙ্কাইয়া নাইডু বলেন, প্রথমে সব বক্তার কথা বলার গতির সঙ্গে তাল মেলাতে সমস্যা হতে পারে অনুবাদকদের। তবে ধীরে ধীরে সমস্যা মিটে যাবে। সাংসদদের গতির সঙ্গে তাল মেলাতে পারবেন অনুবাদকরা। সেক্ষেত্রে অনুবাদের কাজও খুব সহজেই করতে পারবেন তাঁরা।