Monday, April 29, 2024
দেশ

হকারদের ১০ হাজার টাকা করে ঋণ দেবে কেন্দ্র, বরাদ্দ ৫ হাজার কোটি টাকা, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: আত্মনির্ভর ভারত গড়তে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। সেই প্যাকেজের ব্রেক-আপ ঘোষণার দ্বিতীয় দিনে দেশের হকারদের জন্য নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, লকডাউনের জেরে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে যাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা। তাই হকারদের জন্য সরকার সহজে ঋণের ব্যবস্থা করেছে।

এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, হকারদের ঋণ দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। হকারদের ১০ হাজার টাকা পর্যন্ত ২ শতাংশ হারে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। এর ফলে দেশের ৫০ লাখ হকার উপকৃত হবেন।

উল্লেখ্য, লকডাউনের জেরে বন্ধ রয়েছে গণপরিবহণ। যার ফলে রাস্তার ধারে নেই হকারদের ভ্রাম্যমান দোকানগুলি। যার ফলে ভাত মারা গিয়েছে অন্তত ৫০ লাখ হকারের। তাঁদের কথা মাথায় রেখেই এদিন ৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, হকাররা প্রত্যেকে দশ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন।