Wednesday, May 15, 2024
দেশ

রোজ ২৪ কিলোমিটার সাইকেলে স্কুলে পাড়ি, মাধ্যমিকে ৯৮.৭৫ শতাংশ পেল রোশনি, আইএএস হতে চায় সে

ভোপাল: বাধা যতই বিশাল হোক না কেন, কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। সেটাই প্রমাণ করে দেখালেন রোশনি ভাদোরিয়া। বাড়ি থেকে প্রতিদিন সাইকেলে ২৪ কিলোমিটার পাড়ি দিতে হতো তাঁকে। সেই ১৫ বছরের রোশনিই মাধ্যমিক পরীক্ষায় ৯৮.‌৭৫ শতাংশ নম্বর পেয়ে স্কুল, পরিবার সহ সারা গ্রামকেই চমকে দিলেন। গণিতে সে ১০০ এর মধ্যে ১০০ পেয়েছে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ভিন্দ জেলার চম্বল উপত্যকার আজনোল গ্রামের বাসিন্দা রোশনি। তাঁর বাবা পুরুষোত্তম ভাদোরিয়া পেশায় কৃষক। গ্রাম থেকে রোশনির স্কুলের দূরত্ব ১২ কিলোমিটার। সাইকেলেই ২৪ কিলোমিটার পথ যাতায়াত করতো ১৫ বছরের রোশনি। মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে সে। রোশনির স্বপ্ন সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হওয়ার।

পেশায় কৃষক বাবা পুরুষোত্তম ভাদোরিয়া মেয়ের সাফল্যে গর্বিত। মাত্র চার বিঘা জমিতে কৃষিকাজ করেন তিনি। তিন ছেলেমেয়েকে পড়াশোনার খরচ জোগানো কষ্টকর হলেও দমেননি তিনি। মেয়ের সাফল্যে গর্বিত বাবা বলেন, দ্বাদশ শ্রেণিতে পড়া তাঁর বড় ছেলে এবং চতুর্থ শ্রেণিতে পড়া ছোট ছেলেও পড়াশোনায় ভালো। কিন্তু রোশনির মেধা বাকি দু’ভাইকে ছাপিয়ে গিয়েছে।

রোশনির স্বপ্ন বড় হয়ে আইএএস পাস করে জেলাশাসক হওয়ার। জেলাশাসক হয়ে সমাজকল্যাণে ব্রতী হতে চায় সে। দূর করতে চান গ্রামজীবনের সমস্যা। একাদশ শ্রেণিতে অঙ্ককেই প্রধান বিষয় হিসেবে রাখতে চায় সে। তাঁর স্কুলের প্রিন্সিপাল হরিশচন্দ্র শর্মা রোশনির এই রেজাল্টে উচ্ছ্বসিত। তিনিও চান, রোশনির আইএএস হওয়ার স্বপ্ন যেন পূরণ হয়।