Monday, April 29, 2024
দেশ

লাদাখ সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মোদী

নয়াদিল্লি: রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ রাইসিনা হিলসে পৌঁছন নমো৷ রাষ্ট্রপতিকে বিভিন্ন ‘গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়’-এ সম্পর্কে অভিহিত করেন প্রধানমন্ত্রী। শুক্রবার লাদাখ সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মোদী৷ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে বলে খবর৷

কোবিন্দ-মোদীর সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনের তরফে টুইটে জানানো হয়, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে জাতীয় এবং আন্তর্জাতিক (ক্ষেত্রে) গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কি কি বিষয়ে তাঁরা কথা বলেছেন, তা সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাক্ষাৎ নিয়ে টুইট করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুও৷ তিনি লিখেছেন, দেশের ভিতরে ও বাইরে কঠিন সময় চলছে৷ তবে আমরা আত্মবিশ্বাসী এই সময় কাটিয়ে উঠতে পারব৷

সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত-চিন সীমান্ত ইস্যু এবং করোনা পরিস্থিতি দেশের কাছে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার লাদাখে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে যান মোদী। তাঁকে পরিস্থিতি সম্পর্কে অভিহিত করেন কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। যিনি চিনের সঙ্গে কোর কমান্ডার বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এদিন সেই সংক্রান্ত বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে মোদীর কথা হয়েছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।