Thursday, September 19, 2024
দেশ

বিশ্বের কোনও শক্তিই রাম মন্দির নির্মাণে বাধা দিতে পারবে না: উমা ভারতী

লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বিষয়টি বর্তমানে আইনি জটিলতায় থমকে রয়েছে। ফলে তার পরিণাম কী হবে তা সময়ই বলবে। তবে তার আগে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেত্রী উমা ভারতী রাম মন্দির নির্মাণ ইস্যুতে বলেন, বিশ্বের কোনও শক্তিই রাম মন্দির নির্মাণে বাধা দিতে পারবে না। রাম মন্দির ওখানেই হবে যেখানে মন্দিরের জমি রয়েছে।

উমা ভারতী বলেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকার জন্য রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে পরিবেশ সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশে ও কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ (বিজেপি) সরকার রয়েছে। তিনি বলেন, রাম লালার ভক্তদের কারণেই উত্তর প্রদেশের যোগী সরকার ও কেন্দ্রে বিজেপি সরকার তৈরি হয়েছে। রাম লালার ভক্তবৃন্দের আন্দোলনের ফলেই ওই সরকার গঠিত হয়েছে। এজন্য উভয় সরকারের কাছে মন্দির নির্মাণের এটিই সঠিক সময় বলে জানান তিনি।

উমা জানান, ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনের সময় আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। আমি আমার কাজ করেছি এবার সেখানে গ্র্যান্ড মন্দির নির্মাণ দেখতে চাই। রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে উমা ভারতী বলেন, এটা আমার বিশ্বাস ও গর্বের বিষয় এবং এজন্য জেলে যেতে হলেও যাব, ফাঁসিতে চড়তে হলেও যাব।

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে উদ্দেশ্যে করে উমা ভারতী বলেন, রাহুল তাঁদের সঙ্গে অযোধ্যায় এসে শিলান্যাস করান। তাহলে রাম মন্দির নির্মাণ নিয়ে তাঁর যে পুরোনো পাপ আছে তা সব ধুয়ে মুছে যাবে। উমা ভারতীর দাবি করেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পুনরায় সরকার গঠন করবে। পাশাপাশি, ২০১৪ সালে গেরুয়া শিবির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন বলেও তিনি মন্তব্য করেন তিনি।